গোন্ডা, ৬ জুন: যৌন হেনস্তার অভিযোগে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে নানা বিতর্ক দানা বেঁধেছিল। আজ অভিযুক্ত কুস্তি কর্তার উত্তরপ্রদেশের গোন্ডার বাড়িতে হানা দিল দিল্লি পুলিশ। শুরু হয়েছে তদন্ত। জানা গিয়েছে, এই ঘটনার তদন্তে এখনও পর্যন্ত ১৩৭ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। আজ সেখানে আরও ১২ জনের বয়ান রেকর্ড করতে পারে দিল্লি পুলিশের এই তদন্তকারী দল।
উল্লেখ্য, ব্রিজভূষণের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে অভিযোগ করে আসছেন কুস্তিগিররা। এব্যাপারে সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা এফআইআরও দায়ের করেছিলেন। কিন্তু ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও প্রমাণ না পাওয়ায় প্রথমে পিছিয়ে যায় দিল্লি পুলিশ।
previous post
next post