সংবাদ কলকাতা: যৌতুকের জন্য আত্মঘাতী হলেন ভারতের স্বর্নপদক প্রাপ্ত তীরন্দাজ ভাবনা। চন্ডীগড়ে আত্মহত্যা করেন তিনি।
ভাবনার বাবা প্রকাশ চন্দ্র জানান গত বছর নভেম্বর মাসে শচীন চাহালের সঙ্গে বিয়ে হয় ভাবনার। কিন্তু যৌতুকের গাড়ি এবং একটি ফ্ল্যাটের জন্য চাপ দিতে থাকে ভাবনার শ্বশুর বাড়ির লোকজন। এই অত্যাচার সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেন ভাবনা। ভাবনার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় স্বামী শচীন চাহাল।