যোশীমঠ: উত্তরাখণ্ডের ছোট্ট পাহাড়ি শহর যোশীমঠ ধ্বংসের মুখে। একাধিক বাড়িতে দেখা দিয়েছে ফাটল। এই ঘটনায় রীতিমত উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি রীতিমত ফোন করে মুখ্যমন্ত্রী ধামির কাছে যাবতীয় খোঁজখবর নেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ওই শহরকে বসবাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে।
এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। যোশীমঠের শংকরাচার্য এই ঘটনাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। তিনি আর্থিক সহায়তার অনুরোধ করেছেন। তিনি অনুরোধ করেছেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী নামানো হোক। মোট ৫৬১টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। দিন দিন পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠেছে। রীতিমত চিন্তায় দিন কাটাচ্ছেন শহরের বাসিন্দারা।
next post