বুধবার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হয়েছিল দেবাংশু ভাট্টাচার্যকে। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই তাঁকে নতুন পদে অভিষিক্ত করা হল। এবার তাঁকে সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের ইন চার্জ করা হল।
উল্লেখ্য, তৃণমূলের সাংগঠনিক পদের রদবদলের পর গত বুধবার রাতে অভিষেক ব্যানার্জির অফিসে যান দেবাংশু। তারপরই তাঁকে আইটি সেলের ইন চার্জ পদে বসান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তবে দেবাংশুকে যুব তৃণমূল থেকে বাদ দিয়ে সোশ্যাল মিডিয়ার দায়িত্ব দেওয়াকে সান্ত্বনা পুরুষ্কার বলে মনে করছেন অনেকে। কারণ, বর্তমানে তৃণমূলের আইটি সেল সামলাচ্ছেন অভিষেকের এক ভাই ও বোন। দেবাংশুকে তাঁদের অধীনেই কাজ করতে হবে।
যদিও দেবাংশুর উত্থান সোশ্যাল মিডিয়া থেকেই। কিন্তু এবার তাঁকে মোকাবিলা করতে হবে বিজেপির আইটি সেল-কেও। এখন এটাই দেখার, দেবাংশু কতটা সে দায়িত্ব পালন করতে সক্ষম হন। যদিও এখনও তাঁকে তৃণমূলের মুখপাত্র পদে বহাল রাখা হয়েছে।