April 7, 2025
দেশ

যুবতী পুত্রবধূকে বিয়ে করলেন ৭০ বছরের বৃদ্ধ শ্বশুর

গোরক্ষপুর: ২৮ বছর বয়সী বিধবা পুত্রবধূকে বিয়ে করলেন ৭০ বছরের শ্বশুরমশাই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। বিষয়টি এলাকায় জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এদিকে এই ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ব্যাপক ভাইরাল হয়েছে।

জানা গিয়েছে, ৭০ বছরের বৃদ্ধ কৈলাস যাদবের স্ত্রী মারা গিয়েছেন ১২ বছর আগে। এদিকে নিজের ছোট ছেলে মারা যেতেই বিধবা হন ওই পুত্রবধূ। স্বামী মারা যাওয়ার পর তিনি এতদিন শ্বশুর বাড়িতেই ছিলেন। সম্প্রতি তাঁর বিয়ের জন্য দেখাশোনাও চলছিল। কিন্তু, কৈলাস পুত্রবধূকে হাতছাড়া করতে রাজি নন। অগত্যা পাড়ার কাউকে না জানিয়েই বিয়ে করে নেন তিনি। বিয়েতে কৈলাস তাঁর পুত্রবধূকে জোর করে বিয়ে করেননি বলে সূত্রের খবর। উভয়ের সম্মতিতেই বিয়ে হয়েছে। এনিয়ে পুলিশে কোনও অভিযোগও জমা পড়েনি। যদিও পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে আছে কিনা।

Related posts

Leave a Comment