19 C
Kolkata
December 23, 2024
টিভি-ও-সিনেমা দেশ

যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ভারতে ফিরলেন অভিনেত্রী নুসরত ভারুচা

মুম্বই, ৮ অক্টোবর: অবশেষে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন অভিনেত্রী নুসরত ভারুচা। সেখানে হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণে গিয়েছিলেন তিনি। তাঁর অভিনীত ছবি ‘আকেলি’র প্রদশর্নী ছিল সেখানকার চলচ্চিত্র উৎসবে। কিন্তু মাঝপথেই ঘটে ছন্দপতন। গতকাল সকালে হামাস জঙ্গিগোষ্ঠী হামলা চালায় ইজরায়েলের ওপর। আচমকা ইজরায়েলে ঢুকে পড়ে এই জঙ্গি গোষ্ঠী। প্যালেস্টাইনের দিক থেকে প্রায় পাঁচ হাজার রকেট ছোঁড়ে জঙ্গিরা।

এরকম এক জরুরি পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। তাঁর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে ঐক্যবদ্ধ করছেন ইজরায়েলের বিরোধী দলনেতা ও প্রাক্তন প্রধানমন্ত্রী। এই যুদ্ধ অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন আয়রন সোর্ডস’।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়ে ভারতে। অভিনেত্রী নুসরত ভারুচের সঙ্গে প্রথমে যোগাযোগ করা গেলেও গতকাল রাত থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চিন্তিত হয়ে পড়েন তাঁর টিমের সদস্যরা। অবশেষে সেদেশে অবস্থিত ভারতের দূতাবাসের মাধ্যমে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। তিনি সুস্থ ও স্বাভাবিক রয়েছেন বলে জানা গিয়েছে। আজ বিকালেই তিনি অন্য কোনও দেশ হয়ে বিমানে মুম্বইয়ে ফিরেছেন বলে সূত্রের খবর।

Related posts

Leave a Comment