ধুপগুড়ি: ধুপগুড়ি খলাইগ্রাম স্টেশনে আজ দীর্ঘ সময় ধরে আটকে থাকে ‘বন্দে ভারত এক্সপ্রেস’। যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ রাস্তায় দাঁড়িয়ে যায় গৌহাটিগামী ‘বন্দে ভারত এক্সপ্রেস’। রেলের উচ্চপদস্থ কর্তারা খলাইগ্রাম স্টেশনে পৌঁছায়। খলাই গ্রাম রেল গেটের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে যায়।যার কারণে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এনজেপি থেকে গুয়াহাটি যাচ্ছিল এই ‘বন্দে ভারত এক্সপ্রেস’। এই কারণে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ে এবং দেরিতে চলাচল শুরু করে। প্রায় ঘন্টা দুয়েক পর ‘বন্দে ভারত’ ট্রেনটি যেতে সক্ষম হয়।
next post