23 C
Kolkata
December 23, 2024
Featured বিদেশ

যান্ত্রিক কারণে সাময়িক স্থগিত স্পেস-এক্সের মহাকাশ অভিযান

ফ্লোরিডা: ৪ নভশ্চরকে মহাকাশে পাঠানোর পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত হয়ে গেল। ইঞ্জিনে গোলমালের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে স্পেস-এক্স। সোমবার রাত ২টো ৩০ মিনিটে স্পেস-এক্স এর এই রকেটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল। কিন্তু, নির্দিষ্ট সময়ের ঠিক কয়েক মুহূর্ত আগে ধরা পড়ে যান্ত্রিক গোলযোগ। ফলে এই প্রকল্পের প্রযুক্তি বিশেষজ্ঞরা মহাকাশযানটির যাত্রা স্থগিত করে দেন।

আগামী সোমবার রাত ১টা ৩০ মিনিটে রওনা হবে বলে জানা গিয়েছে। নাসা ও স্পেস-এক্স যৌথভাবে এই প্রকল্পে অংশগ্রহণ করেছে। প্রকল্পের আওতায় রয়েছেন আমেরিকার ২ জন, রাশিয়ার একজন ও সৌদি আরবের একজন নভশ্চর। তাঁরা ৬ মাস স্পেস-স্টেশনে বিভিন্ন প্রোজেক্টে কাজ করবেন। ৬ মাস পর স্পেস-এক্সেরই শাটল রকেটে চেপে পৃথিবীতে ফিরবেন ওই চার মহাকাশচারী।

Related posts

Leave a Comment