28 C
Kolkata
April 5, 2025
রাজ্য

যাদবপুর হত্যাকাণ্ডে ধৃত ৬ জনের ৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত

সংবাদ কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের জেরে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত ৬ জনকে আজ অর্থাৎ সোমবার আলিপুর আদালতে পেশ করা হয়। আদালতে শুনানি চলাকালীন সরকার পক্ষের আইনজীবীর তরফ থেকে দাবি করা হয়, ‘প্রথম বর্ষে ছাত্রের মৃত্যুর দিন ৯ই আগস্ট রাতে যাঁরা ওখানে উপস্থিত ছিলেন, তাঁরা প্রত্যেকেই উচ্চ শিক্ষিত ছেলে।

একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছিল। যার জন্য অভিযুক্তদের ল্যাপটপ এবং মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেগুলো ফারেন্সিকে পাঠানো হয়েছে। একটি রক্তমাখা গামছা পাওয়া গিয়েছে। সেই গামছাও ফরেনসিকে পাঠানো হয়েছে। ঘটনার পুনঃনির্মাণ করা হয়েছে। এ সমস্ত কিছু রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করছেন পুলিশ আধিকারিকরা।

অভিযুক্তরা প্রত্যেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ঘটনার সঙ্গে। বাংলা থেকে যে চন্দ্রযান পাঠানোর আবেদন রেখেছেন, সেও যদি খুন করে, তাহলে তাঁকেও গ্রেফতার করা হবে।’
তথ্যপ্রমাণ যাতে নষ্ট না হয়, জেল হেফাজতের আবেদন করা হয় সরকারি আইনজীবীর পক্ষ থেকে। দু-পক্ষের আইনজীবী দীর্ঘ সওয়াল জবাবের পর যাদবপুর কাণ্ডে ধৃত এই ৬ জনের ৮ই সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।

Related posts

Leave a Comment