37 C
Kolkata
April 5, 2025
কলকাতা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্যকে ঘেরাও আফসুর ছাত্র সংগঠনের

সংবাদ কলকাতা: গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরনোর সময় পড়ুয়াদের সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ। আজ বিকাল ৫টা ২০ নাগাদ উপাচার্য যখন বিশ্ববিদ্যালয় থেকে বের হন, সেই সময় তাঁকে গাড়ির সামনে ধরে ফেলেন ছাত্র সংগঠন আফসুর প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, তাঁরা ডেপুটেশন দেওয়ার জন্য তাঁর অফিসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলেন। কিন্তু তিনি ডেপুটেশন নেননি। এখনই তাঁকে অফিস ফেরত গিয়ে আবার ডেপুটেশন নিতে হবে।

অন্যদিকে উপাচার্য অভিযোগ করেন, ছাত্ররা তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। কোনও আগাম না জানিয়ে তাঁরা ডেপুটেশন দিতে এসেছেন। ছাত্রদের দাবি, এদিন বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি রেগিং কমিটি থেকে শুরু করে সিসিটিভি লাগানো সহ সমস্ত বিষয়ে আলোচনার জন্য তাঁরা উপাচার্যের সঙ্গে বসতে চেয়েছিলেন। কারণ, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ছাত্রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তাই তাঁকে ডেপুটেশন নিতে হবে। আর তার জন্যই উপাচার্যকে ঘেরাও করেন ছাত্ররা।

Related posts

Leave a Comment