32 C
Kolkata
April 15, 2025
রাজ্য

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায়, সন্দেহভাজন অরিত্র মজুমদার হাজিরা দিলেন বিশ্ববিদ্যালয়ের তদন্তকারী কমিটির ডাকে

সংবাদ কলকাতা, ২৩ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায়, ভাইরাল চ্যাটে অরিত্র মজুমদার ওরফে আলুর নাম উঠেছিল। তারপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এই আলুকে। গতকাল ফেসবুক পোস্ট এর মধ্য দিয়ে তার খোঁজ মেলে এবং ফেসবুক পোস্টে সে তার স্বীকারোক্তি দেয়।

তারপরই গতকাল যাদবপুর থানা নোটিশ পাঠিয়ে তাকে ডেকে পাঠায় থানায়। সে থানায় যায় পুলিশ আধিকারিকদের মুখোমুখি হয় আলু। এরপর আজ অর্থাৎ বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তদন্তকারী কমিটি আলুকে তলব করেছিল দুপুর ১২:০০ টায়। সেইমত নির্ধারিত সময়ের আগে সকাল ১১:৫৫ মিনিটে অরিত্র মজুমদার ওরফে আলু পৌঁছে যাদবপুর বিশ্ববিদ্যালয় তদন্তকারী কমিটির কাছে।সূত্রের খবর জিজ্ঞাসাবাদ পড়বে যে যে বিষয়গুলি উঠে এসেছে:–

প্রশ্ন- ঘটনার দিন রাতে কোথায় ছিলেন
উ–যাদবপুরে সৈকত সিটের মেসে এসেছিলাম
প্রশ্ন—দশ তারিখ ক্যাম্পাসে এসেছিলেন
উ–এসেছিলাম
প্রশ্ন—১১ তারিখে রেজিস্টারের খাতায় সই কেন?
উ–একসঙ্গে তিন দিনের সই করেছিলাম তাই হয়ে গেছে।
আমি ঘটনার দিন উপস্থিত ছিলাম না তারপরে আমি ঘুরতে গেছিলাম সেই ডকুমেন্টটা তদন্ত কমিটির কাছে পেশ করেছেন তিনি।

সবমিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘটনায় আরো এক সন্দেহভাজন হাজিরা দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় তদন্তকারী কমিটির ডাকে। এর পাশাপাশি দুপুর ২ টো বেজে ১৫ মিনিট নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরোন অরিত্র মজুমদার ওরফে আলু। এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আলু বলে – গোটা বিষয়টা তদন্ত প্রক্রিয়ার অধীনে তাই আমি কোনো মন্তব্য করব না

Related posts

Leave a Comment