27 C
Kolkata
August 1, 2025
জেলা

যাত্রী সুরক্ষা আঁটোসাটো করতে উদ্যোগী রেল পুলিশ

জলপাইগুড়ি: যাত্রী সুরক্ষা আঁটোসাটো করতে উদ্যোগী হল রেল পুলিশ। সম্প্রতি মাদুরাইতে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা এবং বন্দেভারত সহ অন্যান্য ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা সহ ট্রেনে অগ্নিকাণ্ড এড়াতে বিশেষ সচেতনতা প্রচারের উদ্যোগ নিল রেল পুলিশ। এই কর্মসূচির অধীনে জলপাইগুড়ি রোড স্টেশনে সচেতনতা প্রচারে নামেন RPF আধিকারিকরা। তাঁরা অসম ও শিলিগুড়িমুখী বিভিন্ন ট্রেনে সচেতনতা প্রচার চালান বলে জানান আরপিএফ আধিকারিকরা। এর পাশাপাশি, রেল চায় হকার মুক্ত ট্রেন, তারও প্রচার চালানো হয়।

Related posts

Leave a Comment