April 6, 2025
রাজ্য

যাত্রীদের সুবিধা হলেও অটো ও ট্যাক্সি চালকদের চাপে ফেলেছে শিয়ালদহ মেট্রো

কলকাতা, ৫ আগস্ট: নিত্য যাত্রীদের সুবিধার্থে গত বছর উদ্বোধন করা হয়েছিল শিয়ালদহ মেট্রোর। শিয়ালদহ থেকে এখন সল্টলেক সেক্টর ফাইভ যাত্রা হয়ে গেছে সহজ। ব্রেক জার্নির ব্যাপারটাও এখন আর থাকেনা। সবদিক থেকেই সুবিধে হয়েছে নিত্য যাত্রীদের। তবে এই মেট্রোর জন্য পেটে টান পড়েছে অটো ও ট্যাক্সি চালকদের।

আগের থেকে অটো ও ট্যাক্সি যাত্রীর সংখ্যা অনেক কম হয়ে গেছে। সুতরাং, তাদের পকেটে তন্ পড়ছে। অন্যদিকে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও হয়ে গিয়েছে আকাশছোঁয়া। সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে এই গরীব অটো ও ট্যাক্সি চালকরা। অতি কষ্টের মধ্যে দিয়েও তারা নিজেদের কর্তব্য পালন করে চলেছে প্রতিদিন। তারা এখনও আশায় রয়েছে একদিন তাদের এই সমস্যার ঠিক সমাধান হবেই হবে।

Related posts

Leave a Comment