সংবাদ কলকাতা: অবশেষে সামনে এলো লালন শেখের মৃত্যু কারণ। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী, গলায় ফাঁস লেগেই মৃত্যু হয়েছে লালনের। তাঁর দেহে যে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তা Superficial Bruise মার্ক বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ দল।
লালনের মৃতদেহ পাওয়া গিয়েছিল শৌচাগারের পাইপ থেকে ঝুলন্ত অবস্থায়। ফরেন্সিক বিশেষজ্ঞরা মাপ জোক করে দেখেছে, শৌচাগারের পাইপের উচ্চতা সাড়ে ছয় ফুট। আর লালনের উচ্চতা ছিল সাড়ে পাঁচ ফুট। পাশে পড়ে ছিল একটি টুল। তা থেকে ধারণা করা হয়েছে, তাঁর মৃত্যু শ্বাস রোধের জন্য হয়েছে।
লালনের পরিবার তাঁর মৃত্যুর জন্য বার বার সিবিআই-কে নিশানা করেছে। তাঁর স্ত্রীর বক্তব্য অনুযায়ী, লালনের দেহ যখন পাওয়া যায়, তখন তাঁর দেহ নগ্নপ্রায় ছিল। এছাড়া তার জিভ কেটে নেওয়া হয়েছিল। তাকে এমনভাবে মারা হয়েছিল যে, তাঁর উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না।
জানা যায়, লালনের পরিবার ও পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে এফআইআর করা হয়েছে সিবিআই অফিসারদের বিরুদ্ধে। তবে সিবিআইয়ের দাবি, লালনের মৃত্যুতে তাঁদের কোনও হাত নেই। তবে এর মীমাংসা আইনি পথেই হবে।
previous post