জলপাইগুড়ি, ১৭ নভেম্বর: আজ কার্তিক মাসের শেষ দিন। প্রত্যেক বাড়িতেই গিয়ে চলছে নগর কীর্তন। বৃহস্পতিবার, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মধ্যশালবাড়ি এলাকায় প্রত্যেক বছরের মতো এবছরও কার্তিক মাসের নাম সংকীর্তন হবে। জানা গিয়েছে, প্রত্যেক বছরের মতো এবছরও কীর্তনের আয়োজন করেছেন নিত্যানন্দ সম্প্রদায়। রাজবংশী রীতি-নিয়ম মেনে কার্তিক মাসের প্রথম দিন থেকেই শুরু হয় এই কীর্তন।
previous post