29 C
Kolkata
August 2, 2025
কলকাতা

মৎস্যজীবীর জালে উঠল কুমির

বাসন্তী, ২৯ আগস্ট: সুন্দরবনের মাতলা নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীর জালে উঠল প্রায় ছয় ফুটের একটি কুমির। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভাঙনখালির এলাকায়। কুমিরটিকে উদ্ধার করে স্থানীয় একটি জলাশয়ের মধ্যে রাখেন গ্রামবাসীরা। ইতিমধ্যেই খবর দেওয়া হয় বন বিভাগকে।

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ভাঙনখালির বাসিন্দা আলামিন মোল্লা অন্যান্য দিনের মতোই মাতলা নদীতে জাল পেতেছিলেন মাছ ধরার জন্য। গভীর রাতে যখন তিনি জাল তুলতে যান, তখনই দেখতে পান জালে মাছ নয়, আস্ত একটি কুমির জড়িয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন ওই মৎস্যজীবী।

জাল ঝাড়ার সময় কুমিরটি নৌকার ভেতরে ঢুকে যায়। ঘটনায় আরও আতঙ্কিত হয়ে পড়েন তিনি। স্থানীয় কয়েকজন যুবকের সাহায্যে কুমিরটিকে নৌকা থেকে উদ্ধার করেন ওই মৎস্যজীবী। এই ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যেও আতঙ্ক ছড়িছে পড়ে। পরে কুমিরটিকে উদ্ধার করে স্থানীয় একটি জলাশয়ে রেখে খবর দেওয়া হয় বন বিভাগের কর্মীদের। খবর পেয়ে তাঁরা গিয়ে উদ্ধার করে নিয়ে যান কুমিরটিকে।

Related posts

Leave a Comment