18 C
Kolkata
December 24, 2024
দেশ

মোদি সরকারের কাশ্মীর নীতির এর চেয়ে ভালো বিজ্ঞাপন কী আর হতে পারে: তথাগত রায়

সুভাষ পাল, সংবাদ কলকাতা: মোদী সরকারের কাশ্মীর নীতির সুফল নিয়ে একটি বিরল দৃষ্টান্ত তুলে ধরলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। নিজের ট্যুইটারে পোস্ট করলেন একটি মূল্যবান ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী দুই ভাই-বোন মিলে কাশ্মীর উপত্যকায় বরফের ওপর সেখানকার উপযোগী একটি বিশেষ মোটর যান চালাচ্ছেন। আর দুজনে সেই বরফ কেটে এগিয়ে যাচ্ছেন। কখনও রাহুল গান্ধী চালক। আর তাঁর পিছনে সওয়ারী প্রিয়াঙ্কা। আবার কখনও প্রিয়াঙ্কা মোটর যানটি চালাচ্ছেন, আর তাঁর পিছনে সওয়ারী দাদা রাহুল গান্ধী। এভাবে দুই ভাইবোন মিলে উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। এই ভিডিওটি পোস্ট করে মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল ও রাজ্যের বিজেপি নেতা তথাগত রায় একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “মোদি সরকারের কাশ্মীর নীতির এর চেয়ে ভালো বিজ্ঞাপন কী আর হতে পারে?”

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি রাহুল গান্ধী ‘ভারত জোড়ো’ যাত্রা সম্পন্ন করেছেন। মূল উদ্দেশ্য ছিল মানুষের অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনা। মোদ্দা কথা, এই যাত্রার মাধ্যমে বর্তমান কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা। এই যাত্রা শেষ হওয়ার পর যথারীতি সংসদে তিনি একাধিক অভিযোগ করেছেন মোদী সরকারের বিরুদ্ধে। তিনি বোঝাতে চেয়েছেন এই সরকারের আমলে দেশের মানুষের আর্থিক অবস্থা ভালো নেই। দেশের যোগযোগ ব্যবস্থা ও পরিকাঠামো নিয়েও তোপ দাগা হয়েছে। বিভিন্ন সময়ে অভিযোগ তোলা হয়েছে সরকারের কাশ্মীর নীতি নিয়েও।

কিন্তু, বিজেপি সাংসদদের পাল্টা জবাবে তাঁর সেই অভিযোগ ধোপে টেকেনি। বরং তাঁদের ব্যাখ্যায় তিনি ধরাশায়ী হয়েছেন। আলোচনায় উঠে এসেছে কংগ্রেস আমলে একাধিক দুর্নীতির অভিযোগ। এমনকি আমেথিতে কংগ্রেস সাংসদ থাকাকালীন গান্ধী পরিবারের বিরুদ্ধে ১০৫ একর জমি দুর্নীতি সামনে নিয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এতে দেশের রাজনৈতিক মহলে যথেষ্ট শোরগোল পড়ে যায়। এরপর কাশ্মীর উপত্যকায় বিশেষ মোটর যানে রাহুল প্রিয়াঙ্কার মতো ভিভিআইপি-র নিরাপদ আইস স্কেটিং সেই সেই অভিযোগকে মাটিতে মিশিয়ে দিল।

Related posts

Leave a Comment