সুব্রত ঢালী, বাংলাদেশ: মৎস্য ঘের থেকে ৩ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার। ঘটনাটি ঘটেছে বাগেরহাটের মোংলার সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে। নিম্মচাপের জল কমার সাথে সাথে বাস্তহারা বন্য প্রাণী উদ্ধারে মাঠে নেমেছে বনবিভাগ। তারই অংশ হিসেবে গতকাল অজগরটিকে উদ্ধার করে বন-বিভাগ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে হোগলাবুনিয়া গ্রামের মারুফ হাওলাদারের মৎস্য ঘের থেকে সাপটি উদ্ধার করা হয়। শুক্রবার সকাল ৭টায় কাটাখালি টহলফাড়ির সংরক্ষিত বনে সেটিকে ছেড়ে দেওয়া হয়।
পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মোঃ শাহজাহান মোক্তাদির জানান, সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের বাঘবন্ধু সদস্য স্বেচ্ছাসেবক ও মারুফ হাওলাদার তার মাছের ঘের থেকে অজগরটি ধরেন। এরপর তিনি তৎক্ষণাৎ আমাদের খবর দিলে আমরা সাপটিকে উদ্ধার করি। শুক্রবার সকাল ৭টায় বন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে কাটাখালি টহলফাড়ির সংরক্ষিত বনে সাপটিকে অবমুক্ত করি। সাপটি ৬ ফুট লম্বা ও ৩ কেজি ওজন বলে জানান তিনি।