সংবাদ কলকাতা: এই গরমে উত্তরবঙ্গের দূর পাল্লার ট্রেন যাত্রীদের কাছে একটি বড়সড় সুখবর! মে দিবসে মালদহ থেকে মুম্বই পর্যন্ত গ্রীষ্মকালীন একটি স্পেশাল ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে পূর্ব রেল। খুব শীঘ্রই এর বুকিং শুরু হতে চলেছে।
সপ্তাহে একদিন এই ট্রেন পরিষেবা পাওয়া যাবে। গোটা মে মাসে মোট পাঁচ বার ট্রেনটি যাতায়াত করবে। প্রতি সোমবার ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন থেকে এই সামার স্পেশাল ট্রেনটি ছাড়বে। সেখান থেকে আগামী ১ মে সকাল ১১ টা ৫ মিনিটে এই স্পেশাল ট্রেনটি চালু হবে বলে জানা গিয়েছে। ট্রেনটি তিনদিনের মাথায় মালদহে পৌঁছাবে। অর্থাৎ ওই দিন রাত ১২ টা ৪৫ মিনিটে মালদহ টাউনে পৌঁছবে।
অন্যদিকে প্রতি সপ্তাহের বুধবার মালদহ টাউন থেকে ছাড়বে এই সামার স্পেশাল ট্রেন। এদিনই সেটি মুম্বইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। সেটিও তিনদিনের মাথায় মুম্বই পৌঁছবে। অর্থাৎ তিনদিনের মাথায় ভোর ৩টে ৫০ মিনিটে ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনে পৌঁছাবে।
previous post
next post