মেলবোর্ন: ব্রিসবেন টেস্টে জয় এসেছিল দুই দিনে। এবার মেলবোর্ন টেস্টে জয় এল চার দিনে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ পকেট বন্দি করল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
দ্বিতীয় টেস্টে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১৮৯ রানে অল আউট হয়ে যায়। এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে রানের পাহাড় তোলে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৫৭৫ রান। ডবল সেঞ্চুরি করেন শেন ওয়ার্নার। তিনি ২০০রান করেন। সেঞ্চুরি করেন উইকেট রক্ষক অ্যালেক্স ক্যারি ১১১। অন্যদিকে সাউথ আফ্রিকা ২০৪ রানে অল আউট হয়ে যায়। ফলে ইনিংসে জয়লাভ করে অস্ট্রেলিয়া।