মরভি: গুজরাটের মরভি সেতু দুর্ঘটনায় সামনে এল একটি চাঞ্চল্যকর তথ্য। সেতুটি সারাই করার সময় পুরনো তারের সঙ্গে জোড়া হয়েছিল নতুন তার। যার ফলে এই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটে। গুজরাট সরকার নিযুক্ত তদন্ত কমিশন সিট এই রিপোর্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, সেতুটিতে ৪৯টি তার রয়েছে। যার মধ্যে ২২টি তার দুর্ঘটনার আগেই ক্ষয়ে গিয়েছিল। পুরনো তারের সঙ্গে নতুন তার ঝালাই করা হয়েছিল। গত ৩০ অক্টোবর সেই তারগুলি ছিড়ে যেতেই সেতুটি ভেঙে পড়ে নদীতে। এর ফলে সেতুর উপর দাঁড়িয়ে থাকা ১৩৫ জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়। সিটের এই প্রাথমিক রিপোর্টে প্রমাণিত হল মেরামতি কাজে গাফিলতির জন্যই দুর্ঘটনাটি ঘটেছে।
previous post
next post