November 3, 2025
রাজ্য

মেয়র গৌতম দেবের নাম করে পুর কাউন্সিলরদের কাছে টাকা চাওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি : সাইবার অপরাধ এই সময় একটি বড় সমস্যা। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ছবি ব্যবহার করে পুরসভার কাউন্সিলরদের কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে। পুলিশ শুরু করেছে তদন্ত।

সকাল সকাল হোয়াটসঅ্যাপে পুরসভার কাউন্সিলরদের কাছে মেসেজ।মেসেজ অচেনা নম্বর থেকে এলেও ছবি সকলের খুবই পরিচিত।ছবি শিলিগুড়ি পুরসভার মেয়র গৌতম দেবের।গৌতম দেবের নাম ব্যবহার করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কাউকে জিজ্ঞেস করা হয়েছে, কেমন আছেন?

কাউকে বলা হয়েছে টাকা পাঠাতে। কাউকে বলা হয়েছে গিফট চেক পাঠাতে। কিন্তু মেয়রের নাম করে এরকম মেসেজ দেখে কাউন্সিলরদের অনেকেরই সন্দেহ হয়। মেয়রকে সরাসরি ফোন করে বসেন অনেকেই।বিষয়টি বুঝতে পেরেই শিলিগুড়ি সাইবার ক্রাইমের দ্বারস্থ হন মেয়র। কেউ একজন মেয়রের ছবি ব্যবহার করে প্রায় সকল কাউন্সিলরকে মেসেজ করে বলে অভিযোগ ওঠে ।সেই মেসেজে টাকা চাওয়ার ঘটনাও ঘটে।বিষয়টি জানতে পেরে অসন্তুষ্ট হন মেয়র।দেরি না করে পুলিশের দ্বারস্থ হন মেয়র ৷সাইবার ক্রাইমে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গে পুলিশ কমিশনারকেও ফোন করে পুরো বিষয়টি জানান মেয়র।সাইবার ক্রাইম বিভাগ এখন তদন্ত শুরু করেছে ।মেয়র বলেন,,এরকম ঘটনার সঙ্গে কোনও প্রতারণা চক্র জড়িত৷পুলিশকে সব জানানো হয়েছে।পুলিশ তদন্ত করছে।

Related posts

Leave a Comment