30 C
Kolkata
August 3, 2025
কলকাতা

মেট্রোর থার্ড লাইনে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন, ব্যাহত পরিষেবা

সংবাদ কলকাতা, ৯ সেপ্টেম্বর: শনিবার সাত সকালেই মেট্রো পরিষেবায় গোলযোগ। বন্ধ হল পরিষেবা। কালীঘাট স্টেশনে ঘটেছে এই ঘটনা। যান্ত্রিক গোলযোগের কারণে ব্যাহত হয় পরিষেবা। তবে আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান ও কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত পরিষেবা চালু আছে। মূলত থার্ড লাইনে বিদ্যুৎ পরিষেবায় সমস্যা দেখা দেওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। সেজন্য রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পার্ক পর্যন্ত রয়েছে পাওয়ার ব্লক। খবর পেয়েই মেট্রো লাইনে যান্ত্রিক ত্রুটি মেরামতের চেষ্টা করেছেন। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন মেট্রোর কর্মীরা। মেট্রো কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, খুব দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

Related posts

Leave a Comment