মেটেলি, ৪ নভেম্বর: আগুনে ভস্মীভূত হয়ে গেল পাঁচটি বাড়ি। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি গ্রামপঞ্চায়েত এলাকার উত্তর ধুপঝোরার আলেপপাড়াতে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে মালবাজার থেকে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা ওবাইদুল হক, মঙ্গলু হক, রহিম হক, জমিরুল হক পেশায় শ্রমিক। এদিন তাঁরা সকলেই পাশের একটি চা বাগানের নার্সারিতে সপরিবারে কাজে গিয়েছিলেন। সবার আগে এদিন বিকেল চারটা নাগাদ কাজ থেকে ফিরে আসেন মঙ্গলু হকের স্ত্রী সাজিনা খাতুন। তিনি বাড়ি এসেই স্নান করতে যান। স্নান ঘর থেকে বের হয়ে তিনি লক্ষ্য করেন, তাঁর বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর কিছুক্ষণের মধ্যে গোটা বাড়িতেই আগুন ধরে যায়।
স্থানীয় বাসিন্দারা জানতে পেরে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু সবগুলোই কাঠের বাড়ি হওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এরপরই একে একে ওবাইদুল হক, মঙ্গলু হক, রহিম হক, জমিরুল হক সহ মোট পাঁচ জনের বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়।
previous post
next post