December 27, 2024
কলকাতা

মেটিয়াবুরুজ এসি মার্কেটে আগুন

সংবাদ কলকাতা: মঙ্গলবার ভোরে মেটিয়াবুরুজে একটি এসি মার্কেটে আগুন। ভস্মীভূত হল একাধিক কাপড়ের দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ৫টি ইঞ্জিন। প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সামান্য কিছু ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

জানা গিয়েছে, মেটিয়াবুরুজের ওই এসি মার্কেটে প্রায় সাড়ে ছয়শো কাপড়ের দোকান রয়েছে। এদিন ভোরে প্রথমে দুইটি দোকানে আগুন লাগে। স্থানীয় এক ব্যবসায়ী সেই আগুন দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন। ততক্ষণে আশেপাশের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বাজারে বিপুল পরিমাণে জামা কাপড় মজুত ছিল। ফলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ একবার আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। যে দুটি দোকানে আগুন লাগে, ঘটনার সময় সেই দোকান দুটি বন্ধ ছিল। ফলে দমকল উপায়ান্তর না দেখে দোকানের শাটার কাটতে বাধ্য হয়। গ্যাস কাটার দিয়ে শাটার কেটে দোকানের ভিতর জলের পাইপ ঢুকিয়ে দেওয়া হয়। যদিও দোকানে রাখা জামাকাপড় সহ অন্যান্য প্রচুর সামগ্রী নষ্ট হয়ে যায়। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment