সংবাদ কলকাতা: সামনেই রয়েছে মেঘালয় বিধানসভা নির্বাচন। সেজন্য মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে মেঘালয়ের উদ্দেশে রওনা হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি ও অভিষেক সুভাষিণী চা বাগানে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন। স্থানীয় বাসিন্দাদের হাতে বস্ত্র তুলে দেন। আগামীকাল মেঘালয়ের উদ্দেশ্যে রওনা হবেন। এরপর ১৯ জানুয়ারি আবার সুভাষিণী চা বাগানে জনসভা করার কথা রয়েছে।
next post