কোচবিহার: মেখলিগঞ্জের কুচলিবাড়ি এলাকায় বাবা ও ছেলের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের প্রাথমিক অনুমান বাবাকে খুন করে আত্মঘাতী হয়েছে ছেলে। স্থানীয় সূত্রে খবর, মৃত বাবা এবং ছেলে কোচবিহার এক নম্বর ব্লকের শুকটাবাড়ি এলাকার বাসিন্দা। কর্মসূত্রে টফসুল হোসেন(৫০) এবং তাঁর ছেলে আবুবক্কর সিদ্দিক(২৬) এক মাস ধরে মেখলিগঞ্জের কুচলিবাড়িতে রয়েছেন।
শুক্রবার এলাকার বাসিন্দারা স্থানীয় একটি স্কুলের বারান্দায় প্রথমে একটি ঝুলন্ত দেহ দেখতে পান। পরে বিদ্যালয়ের ভিতরে আরও একটি দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পিতাকে খুন করে ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে কুচলিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
previous post
next post