মুর্শিদাবাদ, ১১ মার্চ: রাস্তায় আলু ফেলে বিক্ষোভ দেখালেন মুর্শিদাবাদের চাষীরা। শনিবার সকালে এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার হলদিয়া-ফারাক্কা রাজ্য সড়কের বাহাদুরপুর মোড়ে। আলুর দাম বৃদ্ধি সহ ছয় দফা দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। রাস্তায় আলু ফেলে এই বিক্ষোভে অংশ নেয় একটি বামপন্থী কৃষক সংগঠন (A I K S)। এই ঘটনায় অবরুদ্ধ হয় রাস্তা। ফলে যান চলাচল ব্যাহত হয়। পরে বড়ঞা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এছাড়াও সারা ভারত কৃষক সভার ধূপগুড়ি ব্লক কমিটি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীরা দাবি তোলেন, কুইন্টাল প্রতি আলুর দাম হাজার টাকা। হিমঘরে আলু সংরক্ষণে চাষিদের অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি আলুর বন্ডের কালোবাজারি বন্ধ করতে হবে। এই সমস্ত দাবিতে শনিবার ধূপগুড়ি শহরের মিছিল করে মায়ের স্থানের সামনে জাতীয় সড়ক অবরোধ করা হয়। সড়কের উপরে বসে চলে অবরোধ।
ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিশাল পুলিশ বাহিনী।প্রায় ৩০ মিনিট অবরোধ চলে।পরবর্তী সারা ভারত কৃষক সভার তরফে তাদের দাবির বিষয়ে একটি স্মারকলিপি ধূপগুড়ি থানার আইসির হাতে তুলে দেয়।পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
previous post
next post