28 C
Kolkata
August 3, 2025
রাজ্য

মুর্শিদাবাদে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে শিশুর মৃত্যু

লতাবাদ: বোমা ফেটে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রের । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দৌলতাবাদের চুয়াডাঙ্গা গ্ৰামে । ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার সহ এলাকাবাসী । মৃত ছাত্রের নাম মুকলেসুর রহমান। বয়স আনুমানিক সাত বছর । জানা গিয়েছে, এদিন দুপুরে দৌলতাবাদের চুয়াডাঙ্গা গ্ৰামের প্রাইমারি স্কুলে পড়াশোনার উদ্দেশ্যে যায় মুকলেসুর । দুপুরে মিড ডে মিলের খাবার খাওয়ার পর স্কুলের আশেপাশে ছোটা ছুটি করার সময় কুড়িয়ে পায় বোমাটি। সেটি হাতে করে নিয়ে একটি ঘরের দেওয়ালে ছুড়ে মারতেই ঝরে গেল নিষ্পাপ শিশুটির প্রাণ। বিকট আওয়াজ শুনতে পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয়রা। দেখতে পান ক্ষত বিক্ষত অবস্থায় নিথর হয়ে পড়ে রয়েছে শিশুটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কান্নায় ভেঙ্গে পড়েন মুকলেসুর রহমানের পরিবারের লোকজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় দৌলতাবাদ থানায়। পুলিশ শিশুটিকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে জানালে তার দেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে কে বা কারা বোমা ফেলে রেখেছিল সে বিষয়ে ধন্দে রয়েছে পুলিশ। ঘটনার পূর্নাঙ্গ তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।

Related posts

Leave a Comment