18 C
Kolkata
December 24, 2024
কলকাতা

মুম্বই পুলিশের নামে ফাঁদ পেতে তমলুকের যুবকের থেকে ৩৩ লক্ষ টাকা প্রতারণা

মুম্বই পুলিশের আধিকারিক পরিচয় দিয়ে সাইবার প্রতরণা। প্রায় ৩৩ লক্ষ  টাকা খোয়া গেছে তমলুকের পদুমবসানের আচার্যপাড়ার এক যুবকের।যুবকের নাম শুভজিৎ মিশ্র। একটি বেসরকারি সংস্থার কর্মী ওই যুবক। বিদেশে মাদক পাচার -সহ আর্থিক নয়ছয়ের সঙ্গে যুক্ত বলে ফোন করে ভয় দেখানো হয় তাঁকে। তদন্তের স্বার্থে নানান তথ্য জানতে চাওয়া হয় তাঁর থেকে। মামলায় নাম জড়িয়ে যাওয়ার ভয়ে প্রাথমিকভাবে প্রতারকের দাবির সত্য-মিথ্যা যাচাই না করে তিনি তাঁদের কথা মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য -সহ মোবাইলে আসা ওটিপি দিয়ে বসেন। অভিযোগ, তারপরই কৌশলে প্রি-অ্যাপ্রুভড লোনের ২০ লক্ষ টাকা এবং ফিক্সড ডিপোজিট- সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ১৩ লক্ষ ২২ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয় জালিয়াতরা। ঘটনার ব্যাপারে ৩ রা ডিসেম্বব তমলুকের সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত যুবক। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত জালিয়াতদের খোঁজ পায়নি পুলিশ। উদ্ধার হয়নি খোয়া যাওয়া টাকাও।

Related posts

Leave a Comment