মুম্বই, ১০ মার্চ: আজ শুক্রবার মুম্বই-এর গোরেগাঁও ফিল্ম সিটিতে ভয়াবহ অগ্নিকান্ড। বিকেল সাড়ে চারটে নাগাদ একটি ডেইলি সোপ অপেরার সেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় সেখানে জনপ্রিয় টিভি সিরিয়াল গুম হ্যায় কিসিকি প্যায়ার মে-র শ্যুটিং চলছিল বলে জানা গিয়েছে। আগুন ক্রমশ পার্শ্ববর্তী ‘তেরি মেরি দুরিয়াঁ’ ও ‘আজনি’ ধারাবাহিকের সেটগুলিতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। আনা হয় ৮টি ইঞ্জিন। কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর এই ফিল্ম সিটিতে সমস্ত শ্যুটিংয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়।
previous post
next post