মুম্বই, ৮ জুন: ফের আরও একটি নৃশংস মৃত্যুর ঘটনা ঘটল মুম্বইয়ে। নিজের লিভ ইন সঙ্গীকে খুন করল এক প্রৌঢ়। শুধু তাই নয়, খুন করে সেই দেহ কুকারে ভরে গরম করল ওই ব্যক্তি। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মিরা রোডের একটি বহুতলে। অভিযুক্ত ওই ব্যক্তির নাম মনোজ সাহানি। তার বয়স ৫৬ বছর। সে তার বান্ধবী সরস্বতী বৈদ্যর সঙ্গে গত ৩ বছর ধরে লিভ ইন সম্পর্কে ছিল। ৩৬ বছর বয়সী সেই সঙ্গিনীকেই নৃশংসভাবে খুন করল মনোজ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টির তদন্ত শুরু করেছে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ও তার এক সহযোগীকে।
জানা গিয়েছে, খুনের প্রমাণ লোপাটের জন্য এই কান্ড ঘটায় অভিযুক্ত। স্থানীয়রা তীব্র দুর্গন্ধ পেয়ে নয়ানগর থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। ঘর খুলতেই হতবাক হয়ে যায় পুলিশ কর্মীরা। ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেহের একাধিক টুকরো পড়ে থাকতে দেখা যায়। তবে কী কারণে খুন করেছে অভিযুক্ত, পুলিশ তা জানার চেষ্টা করছে।
previous post
next post
