মুম্বই, ২৭ সেপ্টেম্বর: মুম্বইয়ে ৮ বছরের বালিকাকে ধর্ষণের অভিযোগ এক প্রৌঢ়ের বিরুদ্ধে। এখানকার যোগেশ্বরী এলাকায় ঘটেছে এই ঘটনা। অভিযুক্ত ব্যক্তির বয়স ৫৩ বছর। জানা গিয়েছে, অভিযুক্ত প্রৌঢ় ও ওই নাবালিকা একই আবাসনে বাস থাকে। যেহেতু ওই নাবালিকাকে বাড়িতে দেখভালের জন্য কোনও লোক ছিল না, সেজন্য মেয়েটির মা অভিযুক্ত ওই প্রৌঢ়ের বাড়িতে রেখে কাজে যেতেন। কয়েকদিন আগে ধর্ষিতা ওই বালিকা তার মাকে সব ঘটনা খুলে বলে। তারপর তার মা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে ৩৭৬ ধারা এবং পস্কো আইনে মামলা রুজু করা হয়েছে।
previous post
next post