শনিবার রাত ৮টা ৫ নাগাদ বিশেষ বিমানে দুর্গাপুরের অন্ডাল কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নামেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রী মলয় ঘটক, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন প্রমুখ।সূত্রের খবর, বোলপুর সংলগ্ন বল্লভপুরে জেলা পরিষদের রাঙাবিতানে রাত্রি যাপন করবেন মুখ্যমন্ত্রী। রবিবার প্রশাসনিক বৈঠক করবেন সিউড়িতে। বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, অজয়ের সেতুসহ ১ হাজার ৬৫টি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন।সেখান থেকে কলকাতা ফিরে যাবেন মুখ্যমন্ত্রী।