নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মানুষের সমস্যা সমাধানে চালু হয়েছে “সরাসরি মুখ্যমন্ত্রী” হেল্প লাইন নম্বর। এই নম্বরে ফোন করে নিজেদের সমস্যা ও দাবি নথিভুক্ত করছেন রাজ্যের স্টেট এডেড কলেজ শিক্ষকরা। স্টেট এডেড কলেজ টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সদস্য কল্যাণ পট্টনায়ক জানালেন, প্রথম দিন থেকে আমরা রাজ্যের সকল স্যাক্টদের উদ্বুদ্ধ করে চলেছি। ফোন করে নিজের সমস্যা ও দাবির কথা জানানোর জন্য। এই পর্যন্ত কয়েক হাজার ফোন করা হয়েছে বলে সংগঠন সূত্রে খবর পাওয়া গিয়েছে।
স্যাক্ট-এর রাজ্য সম্পাদক বিনয়কৃষ্ণ দাস বলেন, ৬৫ বছরের চাকরির নিরাপত্তা, নির্দিষ্ট পে-স্কেল, পিএফ সহ একাধিক দাবি পূরণের আবেদন করছি রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলার স্যাক্ট বন্ধুরা ফোন করছেন বলেও তিনি জানান।
সংগঠনের রাজ্য সভাপতি অরুণ কুমার পাল বলেন, সংগঠনের সদস্যদের ফোন প্রাপ্তির স্বীকৃতি মিলেছে সরকারিভাবে। সংশ্লিষ্ট দফতরের কর্তারা জানিয়েছেন, দাবিগুলি নিয়ে কাজ চলছে। উচ্চপর্যায়ে আলোচনা অব্যাহত। খুব দ্রুত এই বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানা যাবে বলে তাঁরা জানিয়েছেন। অরুণবাবু আরও বলেন, আমি আশাবাদী রাজ্যের স্যাক্টদের অবস্থা বিবেচনা করে মাননীয়া মুখ্যমন্ত্রী অতিসত্ত্বর আমাদের আবেদনে সাড়া দিয়ে আমাদের জন্য সিদ্ধান্ত নেবেন। তাঁর ঘোষণার অপেক্ষায় আছেন রাজ্যের স্টেট এডেড কলেজ শিক্ষকরা।