কৃষি উপকরণ থেকে GST তুলে নেওয়া ও GM বীজের উৎপাদন বন্ধের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিল ‘ভারতীয় কিষাণ সংঘ’
সংবাদ কলকাতা, ১৪ই ফেব্রুয়ারী: মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিল ‘ভারতীয় কিষাণ সংঘ’। গতকাল ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ইমেইল মারফত এই স্মারকলিপি দেওয়া হয়। কিষাণ সংঘ ফেব্রুয়ারী’২৩-এর ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত রাজস্থানের খাটুশ্যামে চলা ‘অখিল ভারতীয় প্রতিনিধি সভা’ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে, আগামী ১৮ ফেব্রুয়ারি GST Council-এর যে বৈঠক হতে চলেছে, সেখানে সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রধানদের কৃষি উপকরণের উপর থেকে GST তুলে নেবার অনুরোধ করার জন্য বলা হবে। যাতে তারা উক্ত বিষয় GST Council -এর বৈঠকে তোলেন। কারণ কৃষকদের একদিকে উচ্চহারে (৫-২৮%) GST দিয়ে কৃষি উপকরণ কিনতে হচ্ছে। অন্যদিকে তারা ফসলের লাভকারী মূল্য পাচ্ছেন না। অথচ করোনাকালীন সময়ে কৃষক তার নিজের শরীরের কথা না ভেবে সারা দেশের মানুষকে খাদ্যান্নের ব্যবস্থা করেছেন। কিন্তু সেই কৃষকদের দুর্দশা মিটছেই না। যেহেতু কৃষি বিষয়টির বেশিরভাগই রাজ্যের তালিকায় পড়ে এবং বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে কৃষকদের চাষাবাদ করতে হয়, তাই কৃষকদের কৃষিকাজের সুবিধার জন্য কৃষি উপকরণের উপর থেকে GST সম্পূর্ণ সরিয়ে নেওয়া প্রয়োজন।
সরকারি তথ্য বলছে যে – কৃষকদের উৎপাদিত প্রায় সব ফসলেই আর্থিক ক্ষতি হচ্ছে। কিন্তু তাতেও রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোনও হেলদোল নেই। কৃষকরা আর কতদিন আত্ম বলিদান দেবেন! রাজ্য ও কেন্দ্রীয় সরকার কৃষকদের কথা ভাবুক, না হলে কৃষকরা সংঘবদ্ধভাবে সরকারকে ভাবতে বাধ্য করবে বলে ‘ভারতীয় কিষাণ সংঘ’ প্রস্তুতি নিচ্ছে। গত ১৯ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে হওয়া ‘কিষাণ গর্জনা র্যালি’র থেকেই ‘অখিল ভারতীয় কিষাণ সংঘ’-এর সম্পাদক মোহিনী মোহন মিশ্র একথা স্পষ্টভাবে বলে দিয়েছেন।
পাশাপাশি এদিন GM বীজের উৎপাদন ও তার ব্যবহার বন্ধ করার জন্যও ‘ভারতীয় কিষাণ সংঘ’-এর পশ্চিমবঙ্গ প্রান্তের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে। GM বীজ দেশি বীজের প্রচলনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শুধু তাই নয় – এতে ক্যান্সার ও অন্যান্য মারণ রোগ বৃদ্ধি পাবে। পুরুষদের পুরুষত্বহীনতা বৃদ্ধি পাবে বলে ভারতীয় কিষাণ সংঘের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এই বিষয়ে যথাযথ গবেষণা না করেই কেন্দ্রীয় সরকার GM বীজের উৎপাদন ও চাষের অনুমতি যে দিয়েছে, তার যথেষ্ট প্রমাণ ‘ভারতীয় কিষাণ সংঘ’-এর কাছে আছে বলে অখিল ভারতীয় সাধারণ সম্পাদক মোহিনী মোহন মিশ্র জানিয়েছেন। এজন্য ভারতীয় কিষাণ সংঘের পশ্চিমবঙ্গ প্রান্তের পক্ষ থেকেও এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে GM বীজ বন্ধ করার জন্য গতকাল ই-মেইল করা হয়েছে কিষাণ সংঘের পক্ষ থেকে।
এই বিষয়ে প্রশ্ন করা হলে ‘ভারতীয় কিষাণ সংঘ’-এর অখিল ভারতীয় কার্যকারিণী সদস্য ও পশ্চিমবঙ্গ প্রান্তের সভাপতি কল্যাণ কুমার মন্ডল জানান যে, “কৃষি উপকরণের উপর থেকে GST সরিয়ে নেওয়ার জন্য আমরা রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আমরা আশা করি যে, উনি GST Council -এর বৈঠকে উক্ত বিষয়টি তুলে ধরবেন। পাশাপাশি GM বীজের উৎপাদন বন্ধ করার অনুরোধও আমরা করেছি মুখ্যমন্ত্রীকে। সরকার যদি আমাদের কথা না শোনে, তাহলে আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের পথে যাব।”