অপর্ণা সেন: যাঁরা ব্রণের সমস্যায় খুব ভুগছেন, তাঁদের জন্য আছে দারুণ এক মজার চমক। রূপ বিশেষজ্ঞদের মত অনুযায়ী, আমাদের রান্নাঘরে এমন কিছু আছে, যা বাজারের নামী দামী প্রসাধনীকেও হারমানায়। সবচেয়ে বড় কথা হল, যার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যেরকম বলা যায় ধনে পাতার কথা। তাহলে কিভাবে তৈরি করব এই প্যাক?
এই প্যাকটি তৈরি করতে প্রথমে মুলতানি মাটির সঙ্গে কিছু ধনেপাতা, একটা টমেটো টুকরো করে কেটে এবং সামান্য গোলাপ জল একসঙ্গে ভালো করে মিশিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগাতে হবে। যাঁদের তৈলাক্ত স্কিন তাঁদেরকে একটু লেবুর রস মিশিয়ে নিতে হবে। এই প্যাকটি শুধুমাত্র যাঁদের ব্রোণ, তাঁদের জন্য কার্যকারি তাই নয়, রোদে পোড়া কালচে দাগ তুলে ত্বকের জেল্লা ফেরাতেও বিশেষ কার্যকরী।
next post