27 C
Kolkata
August 1, 2025
দেশ

মুক্তিযুদ্ধের বীর পিতাকে নিয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রী সেলিনা জেটলির

সংবাদ কলকাতা: বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি আজ তাঁর বীর পিতাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আবেগঘন পোস্ট করলেন। তিনি আজ তাঁর প্রয়াত বাবা লেফটেন্যান্ট কর্নেল বিক্রম সিং-কে নিয়ে নিজের ট্যুইটারে লেখেন, “তোমার মেয়ে হওয়ার জন্য আমি অনেক ভালো ভালো কাজ করতে পেরেছি। ব্যক্তিগত জীবনে এত বড় হতে পেরেছি।”

তিনি বলেন, আমার হৃদয়ে একটি শহর আছে, যেখানে তুমিই একমাত্র জনতা! বাবার স্মৃতিচারণ করতে গিয়ে উঠে আসে ১৯৭১ সালের ভারত-পাক যুদ্ধে অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে বুলেট এবং গ্রেনেডের আঘাতে তার ডান পা হারানোর কথা।

সেই সময়ের ঘটনা বর্ণনা করতে গিয়ে কন্যা সেলিনা বলেন, “তখন তাঁর বয়স মাত্র ২১ বছর। তিনি লেফটেন্যান্ট পদে কর্মরত ছিলেন। সেই যুদ্ধে তাঁর সুদর্শন শরীর ছিন্নভিন্ন হয় গিয়েছিল। তাঁর কানের ড্রাম ছিঁড়ে গিয়েছিল। এবং হকি ও টেনিস খেলার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছিলেন। অথচ তিনি মৃত্যুর দিন পর্যন্ত তিনি দেশসেবা করে গেছেন। সৈন্যদের কমান্ড দিয়েছেন, বিদ্রোহ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছেন এবং সারা জীবন যুদ্ধের মানসিক ও শারীরিক উভয় ক্ষত নীরবে ভোগ করেছেন… ।
একজন সেনা আধিকারিক হওয়ার কারণে তিনি সবসময় পরিবারের বাইরে থেকেছেন। অথচ পিতা হিসেবে পরিবারের সমস্ত দায়িত্ব পালন গেছেন। সম্ভবত তাঁর মেয়ে হওয়ার কারণে আমি অতীত জীবনে ভালো কিছু করেছি। প্রতিটি জীবদ্দশায় আমি আশা করি, তিনি আবার আমার বাবা হবেন… ধন্যবাদ বাবা…তোমার কথা ভেবে ঘুম থেকে উঠলাম… তোমাকে মিস করছি!”

Related posts

Leave a Comment