April 12, 2025
টিভি-ও-সিনেমা

মুকেশ আম্বানির কাছে দেড় কোটি টাকা দাবি মিকা সিংয়ের

মুম্বই: শিল্পপতি বিরেন মার্চেন্টের মেয়ে রাধিকার সঙ্গে সম্প্রতি মুকেশ আম্বানির ছেলের আংটি বদল হয়েছে। শ্রীনাথজি মন্দিরে তাদের ২৯ শে ডিসেম্বর বাগদানের অনুষ্ঠান ও হয়। সেই অনুষ্ঠানে গায়ক মিকা সিংয়ের পারফরম্যান্স ছিল মাত্র ১০ মিনিটের। যার জন্য তিনি দেড় কোটি টাকা দাবি করেন। ধনকুবের বাড়ির বাগদানের অনুষ্ঠান বলে কথা। চড়া পারিশ্রমিক নেবেন না তাই বা হয় কি করে। বলিউডে রীতিমতো সোরগোল পড়ে গেছে গায়ক মিকা সিংয়ের পারিশ্রমিকের গুঞ্জনে।

Related posts

Leave a Comment