লন্ডন, ১৪ এপ্রিল: ৯৩ বছর বয়সে প্রয়াত হলেন মিনিস্কার্টের আবিষ্কর্তা মেরি কোয়ান্ট। গতকাল বৃহস্পতিবার নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ববিখ্যাত এই ফ্যাশন ডিজাইনার। গত শতাব্দীর পাঁচের দশকে লন্ডনে মিনিস্কার্টের আবিষ্কার করে গোটা বিশ্বে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন।
১৯৫৭ সালে সেই সময়ের অন্যতম হাই প্রোফাইল মডেল লেসলি লসন মেরির তৈরি মিনিস্কার্ট পরে শুধু লন্ডন নয়, বিশ্বের অন্যান্য দেশেও সাড়া ফেলে দেন। এছাড়া হটপ্যান্ট কিংবা ওয়াটারপ্রুফ মাস্কারাও ছিল মেরির অন্যতম আবিষ্কার।
১৯৫৫ সালে স্বামী আলেকজান্ডার প্লাঙ্কেট গ্রিনের সহায়তায় একটি বুটিক খোলেন মেরি। যার নাম দিয়েছিলেন ‘বাজার’। যা লন্ডন শহরে সাড়া ফেলে দেয়। তরুণী, কিশোরী, যুবতী এবং নামী শিল্পীরাও তাঁর বুটিকে ভিড় করতে থাকেন। একের পর এক উদ্ভাবনী প্রতিভা দিয়ে লন্ডন জয় করার পর আমেরিকাতেও পা ফেলেন মেরি।
তবে মেরির এই জয় খুব একটা সহজ ছিল না। ‘কোয়ান্ট বাই কোয়ান্ট’ বইতে তিনি লেখেন, কীভাবে তাঁর বুটিকের শপ উইন্ডোতে ঝুলন্ত মিনিস্কার্ট দেখে ক্ষুব্ধ জনতা ‘অসহ্য’ বলে চিৎকার করত। যদিও এত সব বিতর্কের মধ্যেও মেরির বুটিকে অজস্র তরুণী ও শিল্পীদের ভিড় ছিল।
previous post