সংবাদ কলকাতা: শনিবার বিকালে একটি বড়সড় বাস দূর্ঘটনা ঘটল মেয়ো রোডে। মেটিয়াব্রুজ হাওড়া রুটের একটি মিনিবাস একটি বাইককে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় বাসটি। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল এবং এ্যাম্বুলেন্স। বাসের জানালা ভেঙ্গে উদ্ধার করা হচ্ছে যাত্রীদের। যতদ্রুত সম্ভব চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে আহত যাত্রীদের। বাসটির চালক ও কন্ডাকটর পলাতক। তবে বাসটির মধ্যে কত জন যাত্রী ছিলেন তার হিসাব এখনও পাওয়া যায়নি।
next post