31 C
Kolkata
April 16, 2025
কলকাতা খেলা

মিনাখায় শুরু হল ৬৪ দলের সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট

সব্যসাচী রায়, সংবাদ কলকাতা: গত ২১ সেপ্টেম্বর উত্তর ২৪ পরগনার মিনাখাতে শুরু হল সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট পুলিশ জেলার এসপি জবি থমাস কে, অতিরিক্ত পুলিশ সুপার সৌতম ব্যানার্জী, মিনাখাঁ থানার বিধায়িকা ঊষারানী মণ্ডল, মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। উত্তর ২৪ পরগনার প্রতিটি থানার মোট ৬৪টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। আগামী ৩ অক্টোবর এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা শেষ হবে। এরপর সেমিফাইনাল শেষ হওয়ার পর ১৩ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এদিন উদ্বোধনী ম্যাচে স্বরূপনগরের গোপালপুর প্রভাতী সংঘের সঙ্গে সন্দেশখালির দ্বারীর জঙ্গল শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পথচক্রের খেলা হয়।

যেহেতু বহু দলের খেলা, সেজন্য মিনাখাঁর এই মাঠটি খুবই উন্নত করা হয়েছে। মাঠে দামি astro turf বসানো হয়েছে। মাঠে উন্নত প্রযুক্তির ফ্লাড লাইটেরও ব্যবস্থা করা হয়েছে। দর্শকদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থাও রাখা হয়েছে। এই টুর্নামেন্টের উদ্দেশ্য, উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী ব্লক স্তরের ফুটবল প্রতিভা খুঁজে বের করা ও যুব সমাজকে ফুটবলের প্রতি আরও আকৃষ্ট করা।

জানা গিয়েছে, সেমিফাইনাল ও ফাইনাল খেলা দেখতে উপস্থিত থাকবেন রাজ্যের প্রশাসনিক স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। সেজন্য এই পর্যায়ের খেলা খুব আড়ম্বরপূর্ণভাবে সম্পন্ন হবে বলে অনুমান করছেন অনেকে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী ও উচ্চ পদস্থ আমলারা। সূত্রের খবর, এই টুর্নামেন্টের সেমিফাইনালে যেসব ফুটবলাররা অংশগ্রহণ করবেন, তাঁদেরকে সিভিক পুলিশে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

Related posts

Leave a Comment