27 C
Kolkata
November 1, 2025
রাজ্য

মিড ডে মিল নিয়ে রাধুনীদের বিক্ষোভের খবরের জের

মালদা, ১১জানুয়ারি: খবরের জেরে এবার স্কুল পরিদর্শনে জেলা আধিকারিক। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের মহেন্দ্রপুর হাই স্কুলে মিড ডে মিলে বেনিয়ম এবং দুর্নীতি নিয়ে বিক্ষোভ করেন খোদ রাধুনীরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। সেই খবর সম্প্রচারিত হয়ে সংবাদ মাধ্যমে। তারপরে কার্যত খবরের জেরে নড়েচড়ে বসল প্রশাসন। মিড ডে মিল ওসি অসিত বর্মন মহেন্দ্রপুর হাই স্কুল পরিদর্শনে আসেন।তিনি জানান সমস্ত রিপোর্ট উচ্চ আধিকারিকদের পাঠানো হবে। তবে এদিন মিড ডে মিল ঠিক ভাবে রান্না হচ্ছে বলে দাবি করেন তিনি। সাথে তিনি বলেন যে রাধুনীরা বিক্ষোভ করে ছিলেন তারা আজ উপস্থিত ছিলেন না। সকলের সঙ্গে কথা বলে ছাত্ররা যাতে সঠিক ভাবে মিড ডে মিল পায় সেই ব্যবস্থা করা হবে।

Related posts

Leave a Comment