23 C
Kolkata
December 23, 2024
রাজ্য

মা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আশঙ্কাজনক ৪

সংবাদ কলকাতা, ৩০ সেপ্টেম্বর: গতকাল শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল একটি চার চাকার গাড়ি। গাড়িতে তখন চালক সহ মোট পাঁচজন ছিলেন। সায়েন্স সিটির কাছে টার্নিং পয়েন্টে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এরপর গাড়িটি ল্যাম্পপোস্টের ডিভাইডারে ধাক্কা খেয়ে পাশের লেনে গিয়ে পড়ে। ধাক্কা খেয়ে ল্যাম্পপোস্টটি উপড়ে যায়।

ঘটনার পর পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে এসে পৌঁছায় ডিএমজি এবং সিইএসসিও। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়ির চালকের। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িতে আটকে পড়েন বাকি যাত্রীরা। কাটারের সাহায্যে গাড়িটিকে কেটে বাকি চারজনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতাল পাঠানো হয়। চারজনই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

প্রত্যক্ষদর্শী এক চালকের কথায়, গাড়িটি স্বাভাবিকের থেকে অনেক বেশি গতিতে চলছিল। সেজন্য নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। ঘটনার প্রায় দু ঘণ্টা পর মা উড়ালপুলের যান চলাচল স্বাভাবিক হয়।

Related posts

Leave a Comment