31 C
Kolkata
August 1, 2025
রাজ্য

মাসিক আয় ১৮ লাখ টাকা! ভুয়ো সংবাদকর্মীর এটিএম প্রতারণার পর্দা ফাঁস

সংবাদ কলকাতা: নাম সুব্রত গিরি। মাসিক আয় ১৮ লাখ টাকা! যে গাড়িতে চড়ে ঘুরে বেড়াতেন তার দামও ১৮ লাখ টাকা। নিজেকে সংবাদকর্মী বলে পরিচয় দিয়ে চলত এটিএম প্রতারণা। অবশেষে গ্রেফতার পুলিসের হাতে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে মাহিন্দ্রা থর গাড়ি, ১৯০ টি ডেবিট ও ক্রেডিট কার্ড, তিনটি আই ফোন, সোয়াইপ মেশিন, ভুয়ো প্রেস কার্ড।

পুলিস জানিয়েছে, পূর্ব মেদিনীপুরের বাসিন্দা সুব্রত গিরি সংবাদকর্মী পরিচয়ে বিলাসবহুল গাড়ি হাঁকিয়ে আসলে করত এটিএম প্রতারণা। টাকা তুলতে সাহায্য করার নাম করে এটিএম কার্ড বদলে নিত। পিন নম্বর জেনে নিয়ে গ্রাহকের টাকা তুলে নিত। প্রেস লেখা গাড়ি নিয়ে প্রতিমাসে লাখ লাখ টাকা প্রতারণা করতো সে। হাওড়া, হুগলি বর্ধমান সহ কয়েকটি জেলায় এটিএম কিয়স্কের সামনে প্রেস লেখা ওই গাড়ি নিয়ে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে সুব্রতকে।

হুগলি গ্রামীন পুলিসের ডিএসপি নিমাই চৌধুরী জানান, গত ২৭ ডিসেম্বর হারিট বাজারে ব্যাঙ্কের সামনে ডিউটি করছিলেন একজন সিভিক ভলান্টিয়ার। সেখানে একটি কালো থর গাড়িকে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখেন। গাড়ির চালক মাঝে মধ্যে এটিএম-এ ঢুকছে আবার গাড়িতে বসছে। আচরণ সন্দেহজনক হওয়ায় দাদপুর থানার ওসি প্রশান্ত ঘোষকে জানান ওই সিভিক ভলান্টিয়ার।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে হারিটে পৌঁছে যান ওসি। পুলিস দেখে থর গাড়িতে চেপে পালানোর চেষ্টা করে প্রতারক। তাঁকে ধাওয়া করে পুইনান বাজারে ধরে ফেলে পুলিস। ধৃত সুব্রত গিরি পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা হলেও বর্তমানে উত্তর ২৪ পরগনায় নিমতায় থাকত।

অভিযুক্তকে সাত দিনের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করছে পুলিস।

Related posts

Leave a Comment