সংকল্প দে, রামপুরহাট: পণ্য বোঝায় একটি লরি খালের মধ্যে পড়ে উল্টে যায়। গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটে খয়রাশোল থানার ভীমগড় রেলক্রসিং গেটের সামনে। জানা গিয়েছে, লরিটি গাজিয়াবাদ থেকে আসছিল। এবং রাণীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের পান্ডবেশ্বর-দুবরাজপুর রাস্তার উপর দিয়ে রামপুরহাট এলাকায় বীরচন্দ্রপুর যাবার অভিমুখে ভীমগড় রেলক্রসিং গেটের সামনে উল্টে যায়। গাড়ির চালক মহঃ নিসার ঘটনার কথা জানান। তিনি আরও বলেন, রেলগেটের রাস্তায় ওঠার সময় গাড়ি আস্তে আস্তে চলছিল। গাড়িটি পজিশন নেওয়ার সময় একটু পিছনে আসতেই রাস্তার মধ্যে থাকা একটা গর্তে পড়ে গিয়ে এই বিপত্তি ঘটে। চালকের কিছুটা আঘাত লাগলেও বাকি সব অক্ষত অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে।
next post