বিকানের: মালিককে খুন করে দীর্ঘদিনের অত্যাচারের বদলা নিল উট। এমনটাই ঘটেছে রাজস্থানের বিকানেরে। মৃত মালিকের নাম মনোজ যাদব। তাঁর বাড়ি বিকানেরের পুঞ্চ গ্রামে। উটটিকে বেঁধে রাখার বদলা হিসেবে মালিক মনোজকে খুন করে উটটি।
জানা গিয়েছে, দলবদ্ধ প্রাণী উটটিকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখেই ঘটে এই বিপত্তি। রাস্তার ধারে খুঁটির সঙ্গে বেঁধে রাখা উটটির পাশ দিয়ে চলে যায় একপাল উট। সেটা দেখেই তাদের পিছু নিতে যায় উটটি। কিন্তু খুঁটির সঙ্গে বেঁধে রাখায় প্রথমে যেতে পারেনি। পরে প্রবল জোরে খুঁটি সমেত উপড়ে গিয়ে উটের পালের সঙ্গে ছুটতে শুরু করে। উটটিকে পালিয়ে যেতে দেখে তাকে ধরতে পিছু ছোটেন মালিক মনোজ। তাকে ধরেও ফেলে। এরপর ঘটে বিপত্তি।
তাকে বাধা দিতেই মালিক মনোজের ওপর খেপে যায় উটটি। প্রথমে সে মালিকের মাথা কামড়ে দেয়। এরপর মাথা ধরে শূণ্যে তুলে সজোরে আছাড় মারে। সেখানেই মৃত্যু হয় মনোজের। এদিকে এই ঘটনায় উটটির ওপর প্রবলভাবে খেপে যায় স্থানীয় জনতা। তারা উটটিকে পাকড়াও করে প্রথমে একটি গাছে বাঁধে। এরপর প্রচন্ড পিটুনির ফলে ঘটনাস্থলেই উটটি মারা যায়। প্রাণী
বিশেষজ্ঞদের ধারণা, উটটি ঋতুমতী হওয়ায় তাঁকে সঙ্গ লাভে বাধা দিতেই খেপে গিয়ে এই কান্ড ঘটিয়েছে।
previous post