23 C
Kolkata
December 23, 2024
দেশ

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকান্ডে মৃত ৮ ভারতীয় সহ ১১

মালে, ১০ নভেম্বর: মালদ্বীপের রাজধানী মালেতে ভয়াবহ অগ্নিকাণ্ড-এর ঘটনা। একটি বহুতলে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জনের মৃতদেহ উদ্ধার। যার মধ্যে ভারতীয় ৯ জন ও ১ বাংলাদেশী রয়েছেন বলে জানা গিয়েছে। মালদ্বীপে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফ থেকে এই ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে একটি বিবৃতি
দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মালদ্বীপের রাজধানীতে আড়াই লক্ষ মানুষের মধ্যে ভারত-নেপাল বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষের বসবাস। এখানে মূলত শ্রমিকের কাজ করতে আসেন বাইরের দেশ থেকে আগত মানুষেরা। বিরোধীরা জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের বসবাসের জন্য পর্যাপ্ত পরিকাঠামো এখানে নেই। সূত্রের খবর, এই ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। আহতদের দমকল মারফত উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এব্যাপারে ভারতীয় হাইকমিশনের তরফে দুটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে।
ভারতীয় হেল্প লাইন নম্বর: +৯৬০৭৩৬১৪৫২ ও +৯৬০৭৭৯০৭০১।

Related posts

Leave a Comment