মালদা, ২৩ জুলাই: মালদার বামনগোলার পাকুয়াহাটে দুই মহিলাকে বিবস্ত্র করে নির্যাতনের যে অভিযোগ উঠেছে, সেই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের৷ অন্য মামলায় নির্যাতিতা ওই দুই মহিলাকেও গ্রেফতার করা হয়েছে। জানালেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব।
মেয়েদের খোলা বাজারে ভিড়ের মধ্যে নগ্ন করে দুই মহিলাকে অত্যাচার করা হচ্ছে। মালদায় এই ঘটনাকে ঘিরে অনেক শোরগোল পড়ে যায়। কিন্তু দিনভর ‘ছদ্মবেশে থাকার পরে জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বামনগোলা থানায় মিডিয়ার সাথে দেখা করেন। তিনি বলেন, গতকাল শনিবার একটি দুর্ভাগ্যজনক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা বামনগোলা থানায় ঘটেছে বলে তিনি জানিয়েছেন। এরপর বামনগোলা থানার পুলিশ একটি স্বতঃস্ফূর্ত মামলা রুজু করে তদন্ত শুরু করে৷ ভিডিও ক্লিপটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দোষীদের সনাক্ত করা হয়েছে৷ ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের তিনজন মহিলা ও দুজন পুরুষ। তাদের নাম মিনতি টুডু, বাসন্তী মারডি, রেবতী বর্মণ, মনোরঞ্জন মণ্ডল এবং বিজয় মণ্ডল৷ আজ তাদের পুলিশি হেফাজত চেয়ে জেলা আদালতে হাজির করা হয়েছে৷