27 C
Kolkata
August 1, 2025
রাজ্য

মালদায় ছট পূজাকে কেন্দ্র করে ঘাট পরিদর্শন করেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ

আর দুদিন বাদেই গোটা দেশ মাতবে ছট পূজায় | তাই ছট পুজাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার সকালে পুরাতন মালদা পৌরসভা এলাকার অন্তর্গত বিভিন্ন ঘাটের পরিকাঠামো পরিদর্শন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ । এদিন মঙ্গলবাড়ী স্কুল পাড়া ঘাট, নবাবগঞ্জ ঘাট এবং দোহর ঘাট ও সদর ঘাটের পরিকাঠামো এবং জলের গভীরতা খতিয়ে দেখেন পৌরসভার চেয়ারম্যান সহ বিভিন্ন এজেন্সির লোকজন।পুরাতন মালদা পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের স্কুল পাড়া ঘাট পরিদর্শন করতে এসে পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ জানান, ছট পূজা উপলক্ষে প্রতি বছর ভক্তদের জন্য ঘাট পরিষ্কার করে ড্রেসিং করানো হয় এবং আলোর পর্যাপ্ত ব্যবস্থা করা হয় তাছাড়া মহিলাদের জন্য প্রসাধন পরিবর্তনের জন্য আলাদা ঘর ও বাথরুমের ব্যবস্থা করে থাকি | তাই এবারও আমরা ছট ভক্তদের জন্য সব ধরনের পরিষেবার ব্যবস্থা করেছি তাছাড়া এবার নদীর জলের গভীরতা বেশি থাকায় ঘাট গুলির পাড়ে শালবলি দিয়ে ব্যারিগেট করে দেওয়া হবে | যাতে ব্যারিগেটের বাইরে নদীতে ভক্তরা না নামতে পারে। পাশাপাশি দুর্ঘটনা এরানোর জন্য পৌরসভার পক্ষ থেকে নৌকোর ব্যবস্থা থাকবে এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে ঘাট গুলোতে।

Related posts

Leave a Comment